ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপি নেতার বাবা খলিলুর রহমান আর নেই

সিরাজগঞ্জে বিএনপি নেতার বাবা খলিলুর রহমান আর নেই

সিরাজগঞ্জে বিএনপি নেতার বাবা বিশিষ্ট সমাজসেবক এস,এম খলিলুর রহমান (৯৫) আর নেই। তিনি শনিবার সকালে শহরের চৌরাস্তা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-------রাজিউন)। তিনি জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস,এম রেজাউর রহমান ফিরোজের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আসর গ্রামের বাড়ি ওই ইউনিয়নের আলোকদিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাযায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ- সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন রোকন, ফেরদৌস, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল সরকার, হেলালুজ্জামান হেলাল. সামেদুল ইসলাম, বাবু মিঞা ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও বিএনপির নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত